.           আমি শুধু বেঁচে আছি দেহ টা নিয়ে

                আর সবকিছু থেকেই যেনো
                       মুক্তি পেলাম;

          বুকের ভেতর হৃৎপিণ্ডটা-ও মুমূর্ষু রোগী
                 ব্যাথায় ছটফট রাত্রি জাগি

                  আমার শুধু মনে আছে-

             রক্তে কারো নাম মিশিয়েছিলাম!



-
গুনবন্ত যেজন          সুমন্ত্র সেজন
           ধরা তরে মহীয়ান
অপযশহীন মন       অন্যায়ে রণ
      বরেণ্যে কর্মে উৎসর্গ প্রাণ।


সদা সৎ বাণী      আমানতে নেই হানি
             সৎ পথে চলাচল,
লোভ লালসায়      মন নাহি যায়
          কারো সাথে নেই ছল।


আসুক শতো বাধা     তবু কাজে নেই দ্বিধা
               বুকে রাখে বল,
কু-কর্মে অনল          সৎ কর্মে বাঁধে দল
      তৃষ্ণার্ত সমাজে ফোয়ারার জল।