অন্ধকার-পেট, রাত প্রসব করে
হলুদরঙা ফুটফুটে সকাল।

সকাল বেড়ে উঠে। দুপুর হয়।

ক্রমশ ধূসর ছায়া মরে- মরে...

ঝিঙাফুলে ফুটে থাকে বার্ধক্যবিকেল।

মাগরিবের আজান হয়।

কাফনের মতো

ঝিঙাফুল মুড়িয়ে নেয় মরাদিন।

--------------------------