যুগে যুগে তুমি শুধুই আমার
অন্য কারো নও,
দেহটাকে ছিনিয়ে নিয়ে কেউ
করলো তাহার বউ।
চন্দ্রমা,
তোমার আত্মা আমার মাঝে আটকানো,
তবে দেহটাকে নিয়ে কেউ খেলছে মিছে মিছে খেলা
কাগজে করেছে রেজিস্ট্রেশন যাবে কি আর ফেরানো?
তবে মনে রেখো,
একজন সত্যিকারের প্রেমিক কখনো তার প্রেমিকার দেহ খুঁজে না,
দেহ নিয়ে মিছে খেলা খেলতে চায় না।
ঠোটের চুম্বনে সুখের-রস চুষে না- দৈহিক শান্তি খুঁজেনা,
হয়তো বুকে জড়িয়ে শুধু আত্মার শান্তিটাই খুঁজে!
একজন সত্যিকারের প্রেমিক বিচ্ছেদের আগুনে জ্বলেও কখনো ছলনাময়ী বলে না,
অনিষ্ট কামনা করে না কখনো!
সে শুধু কাদে আর দূর থেকে এই প্রার্থনা,
চিরকাল সুখে থাকে যেন সেই আপনজনা।
চন্দ্রমা, আমি তোমার সেই প্রেমিক হতে চাই,
‘একজন সত্যিকারের প্রেমিক’
যেনো বইয়ের পাতায় প্রেমের সংজ্ঞায়
কবিদের কবিতায় কবিতায়,
আমার নামটি ব্যবহৃৎ হয় একদিন!
------------------------------------