চন্দ্রমা, একদিন আমি অভিনেতা হবো। দেখে নিও।
দেখে নিও যদি কখনো দেখা হয়—
জন-ভীড় কিংবা জনশূন্য রাস্তায়।
রক্তিম সকাল কিংবা পরন্ত গোধূলী বেলায়।
রোদে পুড়ে কালোমুখ ছায়াবৃক্ষের তলায়।
আচমকা বৃষ্টিতে ভিজে দৌড়ে গিয়ে আশ্রয় নেওয়া
কোন লোকালয়—
যদি কখনো দেখা হয়!
তবে শুনে নিও আমার বিষাদিত ডায়লগ
আর পাগলামো করা অভিনয়!
মনে রেখো চন্দ্রমা,
আমার অভিনয় তোমাকে এমন করে কাদাবে-
তুমি কাদবে আমার বিষন্ন দুটি চোখ দেখে
যে দু'টো চোখে শুধু তোমাকেই ভাসে!
তুমি কাদবে আমার গলায় অসহায় তিনটে তিল দেখে
যাতে চুমু খাওয়া কথা ছিলো রোজ রোজ!
তুমি কাদবে ইমু চ্যাটের স্ক্রিনশট দেখে
যাতে লিখা ছিলো সারাজীবন থাকিবে পাশে।
এমন করেই তোমাকে কাঁদাবো চন্দ্রমা!
এমন করেই তুমি কাঁদবে!
-
কাঁদাতে কাঁদাতে শেষে হাসিয়ে বিদায় দিবো তোমায়।
বিদায় দিবো দূর থেকে কপালে চুমু খেয়ে,
যাও তুমি, ভালো থেকো সবসময়
যদি আর দেখা না হয় এই ক্ষনিকের পৃথিবীতে
তবে পরকালে যেন দেখা পাই তোমার
যাও এবার লক্ষীটি আমার।
যাও, ফিরে তাকিও না আর!