চন্দ্রমা,
ওই দেখো আকাশ। রাতের আকাশ।
তাঁরারা তাদের বুকে মশাল জ্বেলে
নিজেরা আগুনে পুড়ছে—
পোড়ে পোড়ে আকাশ কে পাহারা দিচ্ছে।
চন্দ্রমা,
এবার দেখো দিনের আকাশ।
তাঁরাদের কি আর দেখতে পাও?
না, দেখতে পাবে না! ওরা অভিমান করেছে।
কেন অভিমান করেছে শুনতে চাও?
শুন,
বুকে মশাল জ্বেলে তাঁরারা
আকাশকে দিলো পাহারা
আর আকাশ দিনে সূর্যকে পেয়ে হলো দিশেহারা!
তাঁরারা তাই লুকিয়ে গেছে অভিমান করে
মিটমিট করে আর জ্বলে না।
বলো চন্দ্রমা— তাঁরারা চিরতরে লুকিয়ে গেলে
আকাশ কি তখন কাঁদবে না?
চন্দ্রমা এবার আমার দিকে তাকাও
আর শুন—
অভিমানীরা একদিন লুকিয়ে যায়
কাঠের বাক্সে— কফিনে
শ্মশানে নয়তো গোরস্থানে।
এবার দেখো আমার অভিমান!
আর দেখো— কেমন করে আমি এখন কফিনে লুকাই।
আমাকে আর দেখতে পাও?
চন্দ্রমা, এবার তুমি যাও।