তোমার দুটো হরিণ আঁখি করলো-
আমার কি সর্বনাশ !
তোমার করুণ চেহারাখানি গড়লো-
মোর হৃদয়ে আবাস।

তোমায় ছোঁয়ার ইচ্ছে প্রিয়-
করছে আমায় কি যে ব্যাকুল !
হতাম যদি দক্ষিণা বায়ু-
জড়িয়ে ধরে হতাম আকুল।