নিশীথে আসিয়া
নিলি ভাঙিয়া
   মোর শণের ছাউনিতে গড়া, এ কালচে মাটির ঘর
ও মেঘনা !  ওপাড়ে কেন গড়তে গেলি বালুমাটির চর ?

ঘোমটা টানিয়া
প্রভাতে আসিয়া
কলসে ভরিত জল সে কি আবছায়া-মায়া !
ও মেঘনা ! কোথা সে কলস আজ কোথা সে কায়া ?

নাইতে আসিয়া
সাঁতারে ভাসিয়া
    কিশোরেরা কতো খুশি দুটো ট্যাংরা ধরিয়া !
ও মেঘনা ! ঘাটখানা কেন নিলি গহীনে গিলিয়া ?

  তোর স্রোতে
  ঘোর শীতে
মোর অবগাহনের সে কি প্রেম-লীলা !
ও মেঘনা ! সে প্রেম ভুলিয়া তুই ধ্বংস-শলিলা ?

  বৈশাখে লো !
  পিয়াসা লাগিলো
    একি !  তোর নির্মলা জল যেনো আবে হায়াত
ও মেঘনা ! এ কেমন জীবন দিলি আমি নিঃস্ব হঠাৎ ?

[তারিখঃ ৫ জুলাই ২০২৪]

বি.দ্র: আমার বোনের ভিটে বাড়ি বহু বছর আগে মেঘনার গহীনে চলে গেছিল, আর এখনো অনেকের ভিটে বাড়ি হারাচ্ছে, তাই ভাগ্নির অনুপ্রেরণায় এই কবিতাটা লিখেছি।