কোন পথেতে উইড়া গেলা অচিন কোন গহীন গাঁয়
বন্ধু খুঁজে ফিরে তোরে আমার বাঁচা হলো দায়।
দখিন হাওয়া বলি শোন, তারে তুমি চিননি
মেঘের কালো কেশে তাহার মুক্ত দোলে বিনুনি
নাকে কাঁপে নাকের নোলক, সোনার নূপুর পায়,
বন্ধু খুঁজে ফিরে তোরে আমার বাঁচা হলো দায়।।
উদাস নদী তোরে বলি, কওগো পথের দিশানি
তাহার চোখে তোমার মতো অগাধ জলের নিশানি
আর মুখের গড়ন মনহরা শ্যামলা বরণ তায়
বন্ধু খুঁজে ফিরে তোরে আমার বাঁচা হলো দায়।।
পথের দিকে মন পড়ে রয়, পথেই হলো ঘর
পথের খুঁজে পেরোই আমি গহীণ বালুর চর
খুঁজি তোমায় উতাল হাওয়ায় হৃদয় মরুকায়
বন্ধু খুঁজে ফিরে তোরে আমার বাঁচা হলো দায়।।