এখন তোমার কথা আমার কাছে কেবল ছন্দময়
সে যে, ফুলের মতো ঝড়ে পড়ে মনের কথা কয়
সাত সুরেতে বীণার তারে বাজায় ওসে গান
সেই গানেতেই জুড়ায় প্রিয়া আমার দেহ প্রাণ!
সে যে, বাণ ডেকে যায় বসন্তে মন দখিন হাওয়ার তোড়ে
স্পর্শে তাহার হৃদয় দোলে ধরতে দূরে সরে,
পাতায় পাতায় বাজায় নূপুর পাখির সুরের তান
সেই সুরেতেই জুড়ায় প্রিয়া আমার দেহ প্রাণ!