কালের হাওয়া আমায় বলে,
গা ভাসাবি?
যেমন ভাসায় লোকজনে?
চোখ বুজে তোর মনকে বেঁধে
দল বেঁধে চল,
যেদিক তোকে স্রোত টানে!
নিজের কথা? রাখ ফেলে ভাই
দিন গিয়েছে,
সবাই চলে পরের কথা ধার করে
সেসব কথাই নে শিখে নে
বলবি পরে,
আসলে কেউ পথ হারিয়ে তোর ঘরে।
নতুন কথা বলবি কি তুই
ওসব মিছে,
নতুন পথ আর কে খোঁজে?
চেনা পথেই পা বাড়া তুই
সোজা ফেলে,
পা বাড়াবি কঠিনপথে কি বুঝে!
কান না দিয়ে এসব কথায়
পথ খোঁজে যাই এই ধামে
না হই হলাম জগতখ্যাত
না চিনলো কেউ একনামে।