আমি তোমায় ভালোবাসি বলেই,
আমাকেও ভালোবাসতে হবে, তা নয়
তুমি তাকেই ভালোবাসো যাকে তুমি বাসো
যার কথায় তুমি খিটখিটিয়ে হাসো
যে সুখে, দুঃখে তোমার পাশে রবে
যে মিশে থাকে তোমাতে, গভীর অনুভবে
যার অপেক্ষাও তোমার কাছে পরম আনন্দময়।
আমি তোমায় ভালোবাসি বলেই,
আমাকেও ভালোবাসতে হবে তা নয়।
আমি তোমায় চাই, তাই বলে,
তোমারও আমাকে চাইতে হবে, তা নয়
তুমি তার কাছেই যাও যাকে তুমি চাও
তার নিঃশ্বাস কিংবা স্পর্শে মিশে যাও
তার হাসি হয়ে ঝরো, ফুল হও তার গলায়
তাকেই ভেবো যখন থাকো একা নিভির নিরালায়
যার কথাতে কবিতা তোমার কেবল ছন্দময়
আমি তোমায় চাই, তাই বলে,
তোমারও আমাকে চাইতে হবে, তা নয়।
আমি তোমায় ভালোবাসি বলেই,
আমাকেও ভালোবাসতে হবে তা নয়,
তুমি কেবল তাকেই ভালোবেসে যাও, যাকে তুমি চাও
সে তোমার হয় কিংবা না হয়!