আমার বেলায় দোষ?
তোমরা যে সব সকাল সাঝে
বসে লোকের বুকের মাঝে
খাচ্ছ কেবল ঘুষ?
সারাটি দিন রোদের মাঝে
দাঁড়িয়ে থেকে কষ্টে কাজে
নিলাম না হয় দু চার পয়সা
তাতেই এমন রোষ?
আমারই সব দোষ?
সেবার যখন চাকরি গেল
অনাহারে দিন পেরোল
চাইতে গেলে চাকরি বললে
মাল ছাড়ো ভাই, ধুস!
এখন আমি চাকরি পেয়ে
এর ওর কাছে চেয়ে চুয়ে
দু এক টাকা পুরলে পকেট
তাতেই হারাও হুশ?
আমার বেলায় দোষ?
বড় কর্তা হলেই বুঝি সন্মানি হয় ঘুষ?