২য় অংশ
চারি দিকে এখন বিকাল-
পশ্চিমা আকাশে সুযর্্যটা নববধুর গালের মতো লাল,
মাঠ হতে ঘর মুখি ধবলের পাল,রাখাল ছেলেটা ধরেছে ভাটিয়ালি গান,
বুড়ারা মাটিতে শুয়ে নিয়েছে মাটির ঘ্রান,
সোনালী রোদ্রের দু্যতি-
মনে হয় শিশুর নরম গাল,
আমার ঐ গাঁ'য়ে এমন বিকেলে-
জেলেরা নেমেছে জলে
মাছ ধরিবার নতুন চাল,
পাড়াগাঁ'য়ে আজ লেগেছে নতুনের আহ্বান,
সাঁজের বেলা সেঁজেছে কুমারীরা গাহিছে
সন্ধার গান।
রাত নেমে আসে-গাঁয়ের মেঠো পথ,ঘাঠে,মাঠে
চাঁদ জেগে উঠে,জোৎস্নার আলোয় দিঘীর জলে
শাপলা হাঁসে,বাগিচা আর বাঁশ বনে জোনাকির
মেলা,যুবকেরা আঙিনায় বসিয়েছে বাহান্ন পাতার
খেলা,
ছোটরা উঠনে মগ্ন পাঠে-
গৃহিনীরা ব্যস্ত রন্ধনে,
বাসনপত্র মাজার ঘরে-হতে
মিষ্টি সু-ঘ্রান বাতাসে ভেঁসে লাগে নাকে,
পেঁচা টা নিমের ডালে রাত জাগে
সাথে নববধুরা মেতে উঠে সুখের অভিসারে,
যুগলেরা বাতায়নের ফাঁকে চুপিসারে কথাবলে কানে কানে,
আমাদের গাঁ'য়ে -
রাতের ঘুম ভাংঙ্গে পাখির ডাকে।।
শেষ