শেষবার হয়েছিল দেখা ঝিলের পাড়ে ছোট্ট কুঠিরে
কত কাল-কত দিন গিয়েছে
নির্বাসন নিয়েছিলে তুমি,
২০০০সালের সন্ধা বেলা,
তুমি আসবে বলেছিলে আবার ও ফিরে
কনকনে শীতের ভোরে,নগ্ন চরণে
কুহেলিকায় ঢাকা প্রতিবিম্বে,শিশির ভেজা দূর্বা মেরে
ডাকিবে প্রিয়তমা মোরে দাঁড়িয়ে বাতয়নে,
২০১৫সালে ১৫ বছর পরে।
তুমি চলে গেলে,তাই-
লাল পদ্ম-ঝিলের মাঝে শুকালো অকালে,
মাছরাঙা টি আর দেখা যায় না তারে,
শঙ্খচিল উড়ে না ঝিলের উপরে,
পথ ভুলা পথিক হারিয়েছে পথ অচিন নগরে,
মরু পথ যাত্রী,পিপাসায় অজ্ঞান প্রান্তরে,
এদিক -সেদিক অপার ভুবণে
মানব ঢলে আছে নিদ্রাদেবীর কোলে,
জেগে রইলাম আমি একা,
আর সাথে আছে রাক্ষুসি পেঁচা,
অপেক্ষা-১৫ বছর পরে,
নিদারুন বেলাভুমি হলো না পাঁকা রাস্তা।
কেটে গেছে ১৫ টি বছর তুমি হীনা একা
নিজের সাথে আমি করেছি ছলনা,
অদেখা-অলিক কামনা,
সবুজ শষ্য আজ হলদে রং মাখা,
পথে-প্রান্তরে মরা দূর্বা আর মৃত ঘাস ফড়িং;
ঘাস ফড়িং এর শুকনো ডানা,
জমে না মৃত পদ্মে শিশির কণা,
মাছরাঁঙা টা এই ঝিলে আর কখনো ফিরবে না।