ওগো তুমি কোথায়
কত দুর...,
আমায় একাকিত্বে রেখে যেথায়
আছ,থাকো গো বিভূর,
হৃদয় মঞ্চে পরে আছে তবে
সেই প্রেম গিটারের চেনা সুর।।

আমার কাননে ফুটে ফুল
ছড়ায় সৌরভ বহে সারা ফাগুন,
তুমি হীন এ হৃদয়ে
ভোমর আসে না করে না গুঞ্জণ,
হৃদয় মঞ্চে তবে
জ্বলে প্রেম বিরহের আগুন।।

আমার নদীতে স্রোত অবিচল
তরী খানি খায় দুল,তরঙ্গ মশগুল ,
তুমি হীন মাঝি যে
চলছে দিক ভুল,
তাই তো পেলাম না গো
নদীর কোন কূল।

আমার আকাশে আঁকা
রং ধনুর সাত রঙ্গের আলপনা,
তুমি ছাড়া জমে মেঘ
কখনো বৈশাখী হাওয়া,
হৃদয় মঞ্চে অসহনীয়ু যন্ত্রনা
আমি রয়েছি গো আজও একলা।।

ওগো প্রেম নেই
আর স্বর্গের মতন
নেই বিংশ শতাব্দী পূর্বে ছিলো যে রকম,
নেই মানুষের কোমল মন
শক্ত মানুষের শত জ্বালাতন
সহেছে আমারই কোমল মন।।

ওগো তুমি কোথায়
আছ গো কেমন,
আমায় ভুলে গড়েছ কি গো
সুখের ভুবন।।