একদিন দুরে অনেক দুরে
তোমার দৃষ্টির অন্তরালে
কোথাও চলে যাব,
কোন পাহারের গুহায় অথবা
গহীন জঙ্গলের বৃক্ষ তলায়
আমি আশ্রম গড়ব ।।
আমারই আশ্রম সংলগ্ন
আছে যত তরু,লতা
আমি কবি জীবনান্দের মতো ভালবাসব,
মাঝে মধ্যে তোমার ধ্যানে হবো মগ্ন
আর সহস্র ছন্দে ...
কবিতা লিখব।।
এভাবে হবে অতিবাহিত
যুগের পর যুগান্তর
একদিন বিদায়ের ডাক এসে যাবে আমারও,
আমি চলে যাবো
আমার কবিতা গুলা
তখন হবে ছাপাখানায় মুদ্রিত।।