মেঘলা আকাশে তুমি উড়োমেঘ হয়ে
উড়ে যাও দুরে,যত দুর চোখ যায় সে দিকে,
যেথায় আকাশ পৃথিবীতে মিশে আছে।।
মায়ামাখা তোমার দু চোখে
কতই না জল রেখেছ জমিয়ে,
পিপাসায় কাতর চাতকের মতো
আছি গো তোমার পানে চেয়ে,
তুমি ঝরে পরবে মর্তে সহস্র বিন্দু বিন্দু জলে
সেই না বষর্ার দিনে।।
কতই না দিন আশায় আশায় প্রহর গুণে
ছলনার প্রেম জমিলো হৃদয়ে,
কতই না ফুল শুকালো অকালে
চৈত্রের প্রখর তাপে।।
তুমি ঝরে পরবে আষাঢ় মাসে
সেই না দিন সাজবে না কানন সৃজন সাজে,
বসন্তের কোকিল করবে না কুজন
প্রেমের কুহু কুহু রবে।।