০১
শিশিরের মৃতু্য হয়
যখনই হয় ভোরের সূর্য্য উদয়,
মরু যাত্রী পথ চলতে তৃষ্ণার্থ রয়
যখন মশকের পানি ফুরোয়,
ঠিক তেমনি প্রেম পিপাসায়
তোমার হৃদয় যেন বয়,
তবুও প্রেম শিখায় জ্বালিও না হৃদয়।
০২
দিনে শেষে সূর্য্য ডুবে রাত হয়
জন্মিলে মরিতে হয়,
যার যাবার সময় হয়েছে
তাকে যে,বিদায় দিতে হয়,
ঐ বেলা তারে ডেকে ভাঁসাই না আঁখিদ্ধয়।।
০৩
মরুধ্যানে জল ঢেলে হবে কি লাভ
কি বা ছলে বল দেবো তোমায় ডাক,
মরু সে এক উতপ্ত বেলা ভুমি
কিভাবে মরুধ্যানে পাবে তাজা পুষ্প তুমি।।
০৪
থাক না পরে জীবনের বাকি কটা সময়
হবে প্রেম হবে প্রণয় পরজনমে না হয়,
এ জনমে আমি একা রহিলাম না হয়
শেষ কথা বলা হবে জীবনের অন্তিম সময়।।