চুম্বকের মতো আকর্ষণ করে
নিয়ে আসে অন্তরের খুব পাশাপাশি
একান্ত তোমাকে,
যেমন চোক্ষুদ্ধয় একমাত্র মুখমন্ডলের।।
তোমাকে দেখলে তুমি দুরে দাঁড়িয়ে থাকলে
দূর্নিবার আর্কষণে তোমার কাছে চলে আসি,
আমি দুরে থেকেও তোমাকে চিনতে পারি
যে ভাবে দুধের শিশু ঠিক তার মা'কে চিনতে পারে।।
তোমার দু চোখে যেই মাত্র চোক্ষুদ্ধয় যায় পড়ে
আমি ঠিকই বুঝতে পারি
তোমার দু-চোখ আমায় ডাকছে স্বপ্ন দেখতে,
যেমন পাখিরা ভোর হলে সুরে সুরে গান করে
আর বিকেলে ঘরে ফিরে সঙ্গীনির অপেক্ষা করে।।
অতপর মাঝে মাঝে তোমাকে দেখলে
আমার শরীর জ্বালান করে,
যেভাব চুম্বকের সম পিঠে চুম্বক ধরলে বিকর্ষণ করে।।