আমি তোমার ডাকে সারা দিয়েছি
মন- প্রান উজার করে ভালবাসা তোমায় দিয়েছি,
তোমার অপেক্ষায় নিরব দিন গুনেছি
বিনিময়ে....
আমি এক সাগর যন্ত্রনা পেয়েছি।।
মন বীণার তাঁরে তোমার প্রেমের সুর ধরেছি
নিজেকে তোমার প্রেমের অথৈই জলে গুলেছি,
আমি এক পেয়ালা প্রেমের বিষ পান করেছি
বিনিময়ে.....
রাত দিন কেঁদেছি, চোখের জলে ভাসিয়েছি নদী।।
তোমার সাথে যথটা দিন মেলামেশা করেছি
নিজেকে যতটা সময় তোমার পাশে রেখেছি,
তথটা দিন আর তথটুকু সময়ে যা চেয়েছি
বিনিময়ে.....
অবহেলা আর যন্ত্রনা পেয়েছি ,
আমি পেয়েছি - মুল্যবান কিছু পেয়েছি
দু:খ যন্ত্রনা বুঝার অনুভুতি।।