শান্তিতে দু-চোখ ভরে নিদ্রা নিতাম
যদি তুমি থাকতে শুধু মনের ভীতর
তুমি দু চোখে এসে দিয়েছ নিদ্রা ভেঙ্গে
মগজের কোষে কোষে
দিয়েছ তোমার অস্থিত গেঁথে।।

আমার নিদ্রাহীন দু নয়ণে
তোমার অপরূপ মুখ মন্ডল আর চোক্ষুদয় ভেঁসে উঠে,
হাজারও স্বপ্ন দেখতে পাই ছড়িয়ে ছিটিয়ে আছে
তোমার মায়াবী মুখ আর দু চোখের গভীর সমুদ্রে।।

আমার মস্তিষ্কের সর্ব স্থরে
তোমার অস্থিত জাগ্রত হয় ক্ষণে ক্ষণে
দেহের প্রতিটি রক্ত বিন্দু আর স্নায়ুতন্ত্রে
তোমার বসবাস দিয়েছ ছড়িয়ে
অতপর:আমার কন্ঠনালীর ভিতরে
তোমার বসতি নিয়েছ গড়ে ।।
        
২১/০১/০৫
০০:৫৬