আজ চেয়ে দেখি আকাশে অজস্র তাঁরা
অন্ধকারের বুকে মৃধু আলোর খেলা,
আমি নির্জনে ভাবি বসিয়া (প্রিয়হারা
অন্তর ভ্রান্ত সুখে রাখিয়া)হে বনিতা
শুন্য অন্তরে মিছে আশার উষ্ম ছোঁয়া,
কল্পনায় জাগ্রত তোমার ভালোবাসা
তোমার শুন্যতা বেদনার স্রোত ধারা
জীবনে লালিত হবে সৃজন চাওয়া।।
গত হবে বছর আর কি হবে দেখা
তোমার অপরূপ মুখ মমতা মাখা,
দৃষ্টিতে ঝড়ানো ভালবাসার কবিতা
এ আকুতি তোমার চরণে করে সখা,
বুকের মাঝে পবিত্র যে প্রেম গাঁথা
রাখিয়াছে যে তব নাম অন্তরে সখা।।
০৭/০২/২০০৫,
রাত ১২:৪৫