আমার না বলা দু টি অক্ষর
মেঘ বালকের মতো শুভ্র ডানায় শুন্যে ভাসে
তোমার মনের নীল আকাশে,
লাল পদ্ম হয়ে ভাসে
তোমার মনের গভীর জলাশয়ে ,
অতপর তোমার মনের বেলাভুমিতে
উত্তাল ঢেউ হয়ে আঁচড়ে পরে ।।
আমার না বলা দু টি অক্ষর
ছুয়ে যাবে
তোমার শরীরের প্রতিটি লোমকুপে
আষাঢ়ের বারি দ্ধারা হয়ে,
ছুয়ে যাবে
যেথায় ভালবাসা উপলব্ধি করা যায়
সেই কোমল স্থানে।।