আমি যদি চলে অন্য ভুবনে, জীবনে তরে
সখী দেখা হবে আবার তোমার সাথে,এই পৃথিবী না হয় হবে অন্য পৃথিবীতে,
আমি আবার আসিব ফিরে তোমার মাঝে,কোন এক ভোরের হিমেল বাতাস হয়ে,
চৈত্রের তাপদাহ রোদে ক্লান্ত শরীরে,যখন তুমি বিশ্রামের খুঁজে বসিবে বটমূলে,
আমি আসিব তোমার দেহ শিতল করে দিতে,ছুয়ে যাব সখি তোমার এলো-মেলো কেঁশে।।
সখি কথা হবে আবার তোমার সাথে,এই জনমে না হয় হবে পরকালে,
আমি বলিব কথা কারও বাঁশরী হয়ে, কোন এক চন্দ্রিমা রাতে মিষ্টি সুরে,
মধ্য রাতে বিষন্ন মনে বিনিদ্র চোখে,যখন পাশ ফিরে শুয়ে কারও অপেক্ষা করিবে
সখি আসিব আমি মধুর সুরে গানের তালে তালে, কথা বলব তোমার কানে কানে।।
সখি শ্রাবনের দিনে ছুয়ে যাব তোমাকে,বৃষ্টি হয়ে ।
আর ফাগুনের দিনে উড়িয়ে দিব তোমার শাড়ির আচঁল দক্ষিনা বাতসে, সখি আমি যদি চলে যাই অন্য ভুবনে।।