যদি প্রশ্ন করি প্রিয়তমা তোমায়
তুমি কত সুখে আছ,কি ভাবে ভুলে আমায়,
মনে পরে কি কখনো বকুল তলায়
অথবা মনু ব্রীজের পাশের ফুল বাগিচায়,
নিবির পরিবেশে নির্জনতায়
কত দিন গত হয়েছিল,কত স্বপ্ন ভালবাসা আর ভালো লাগায়।।
এ বেলায় কোথায় আছ কত দুর
তোমার সংসারে কি বাঁজিতেছে মধুময় বীণার সুর
প্রশ্ন করি যদি প্রিয়তমা কি দেবে উত্তর,
জানিনা,মনে পরে কি সেই ভোর
জন শূন্য রাস্তায় হিমেল হাওয়ায় দোলিত তোমার দীঘল কালো চুল।।
শত মাস চলে গেল আরও হবে কত বছর গত
আর কি হবে দেখা,যদি করি এই প্রশ্ন
কি ভাবে সম্ভব ? আহা...!
তুমি যে রং ধনুর মত সাত রঙ এ সাজবে
কল্পনা করিনি এ জনমে বাহ!
আজ আমি কল্পনাতেও শূন্য
তবু ও কোন এক দিন শূন্যের বাম পাশে বসিবে
নতুন আরেক অঙ্ক।।