তুমি আছ এ জীবনে
তাইতো মন চায় তোমাকে নিয়ে
জীবন চলার পথে হাতে হাত রেখে
চলি পাশা-পাশি,
আর বাহুতে মাথা রেখে
রাতের আকাশের তারা গুণি।।
জানি এ জীবন ডেফডিল ফুলের মতো
কোন এক বিকেলে হয়ত ঝরে যাব
এক সময় যুগল ছবি দেয়ালে
থাকবে ঝুলানো ।।
এই ধরণীতে জীবনের যত স্বাধ-স্বপ্ন
কতটুকু হবে পুর্ন কতটুকু থাকবে শুন্য
মেনে নেব পৃথিবীর চরম সত্য
কিন্তু রেখে যাব প্রেম আর ভালবাসার গল্প।।