তোমার জন্য আসিতে চাই শতবার এই নিখিলের তরে
তোমাকে ভাসিতে চাই ভালো জনম-জন্মান্তরে,
ক্ষুদ্র জীবনে ক্ষনিকের মাঝে ভালোবাসার স্বর্গ
দুজনে সাজিয়েছি প্রেমর ভুবনে,
সাজিয়েছি বাসর পুষ্প ছড়াছড়ি বিছানাতে
শত প্রেম-শত ভালোবাসা--
কত মান আর অভিমানে
বেলা অবেলা
অষ্টপ্রহরে,
মধ্য রজনীতে বলেছি কত কথা তোমার কানে,
তুমি অনুরাগ
তুমি সোহাগ
তোমার পরশে ভাসেছি দুজন যৌবন স্রোতে,
মিলনমধুর  ক্ষণে তোমার উষ্ম শ্বাসে
লেগেছ কানে সুমধুর বীণার সুরে,
প্রেম তো আসে প্রেমিক-প্রেমিকার মাঝে
শত যুগ জনমে জনমে।

শুনেছি যে,
প্রেমর অনেক বিরহ কথা
দেখিছি যে,
প্রেমের জন্য বেঁধেছে তালা,
কালের পরিক্রমায় যুগলরা ভাসিয়াছে ভেলা
রাজা-প্রজা বর্ণের খেলা
তালিয়েছে প্রেমর স্রোতে
আদি-হতে আজও অবেলা,
প্রেম অবিনশ্বর
প্রেম বিরহের নহর,
প্রেম স্বর্গের সুখ
প্রেম প্রেয়সীর মুখ,
প্রেম কবির লেখা গীত
প্রেম জীবনের অমৃত,
জীবনে জনমে তিমির কুন্তুলা ভেদ করে
দুজন আসিবো প্রেমের সুর নিয়ে
জ্বলিবো অন্ধকার শত জুনাকির ভীরে।

তোমার জন্য আসিতে চাই?
আসিবো বার বার ফিরে
নক্ষত্র আর তারার মাঝে,
পৃথিবীর মায়া ডোরে প্রেমর ফলিত ফলে-ফুলে
ভ্রমরের গুঞ্জনে
নীল প্রজাপতির ভীরে
সুখ-দুখ বিয়োগের মাঝে ,
আসিবো ফিরে পুরাতন গ্লানি দিয়ে যেতে মুছে
নব-আঙ্গিকে হাল-খাতা দিয়ে
শত যুগ জনমে জনমে।