অনেকটা সময় পেরিয়ে গেলো-বছর অতপর যুগ,
পুরানো খাতাটি টেবিলের পাশে-মলাটে তৈলাক্ত আবরণ,
আর পেন্সিল টা পাশা-পাশি
দেখে মনে হয় অনেক দিন হাতে উঠেনি,
কবিতার সাথে প্রেম আর বিচ্ছেদের গ্লানি -
কবিতার পরতে-পরতে গাঁথা  জীবন লিপি।

কবিতাকে ভালোবাসে দেখা হয়নি রূপ-যৌবনের দ্যুতি,
ইট পাথরে শহরে বসতি-পুড়া মাটির গন্ধে ভাঁসি
কাঁচের দালানের সাথে মিতালি,
অতপর:
কবিতা আজ গ্রামের স্বর্ণালী ভোর অথবা
রাখালের বাঁশির সুর-বিকেলের স্নিগ্ধ রোদ।