তুমি দিয়ে ছিলে ফাহমিদা ভালবাসি লিখে
ডায়রীর পাতায়,আর কিছু কথা ছন্দ মালায়,
আমি কি যেন খুঁজি সেথায়
ভাবনার পৃথিবীতে ডুবে দেখি, ভালবাসার পাখি
উড়েছে নীল আকাশে রং মেখে ডানায়,
আমি যন্ত্রের মত অবিরত ভালবাসার যানে
অভিযাত্রায়,তোমাকে খুঁজে ফিরি মনের অসীম
সীমানায়,আমি থামছি না চলছি তোমার বন্দনায়,
বধু করে সাজিয়ে নেব পুস্প ছিটানো বিছানায়,
প্রেম তুমি ভালবাসা তুমি, তুমি আছ আমার মৌনতায়।।
আমারি প্রেম পবনের বেগে ছুটে যায় তোমারি দ্ধারে
ভালবাসার প্রদ্বীপের শিখা জ্বলে দ্বিগুন রাত্রে,
তুমি দুরে থেকেও বুকের পাঁজরে
আগাত কর না পাওয়ার জ্বালাতনে, তন্ত্র,মন্ত্র যতই
জপি না কেন জবানে,যৌবনের আসিলে ঋতু রাজে
কোকিল কুহু কুহু সুরে গান করে, আমি পাগল তোমারি
প্রেম সুধা পানে, ভোমর পান করে মধু ফুলে বসে ,
সে হোক গোলাপ বৈকি ঘাঁস ফুলে ।।
ভালবাসি ফাহমিদা তোমায়,জানিয়ে দিলাম আজিকার
এই শুভ ক্ষণে,প্রেম তব উড়ে শুভ্র মেঘে, উড়াইয়া নিয়ে
যায় তোমারি মনের কাননে,
নিত্য যুগল পক্ষী যব নীড়ে ফিরে,
লগ্ন,ক্ষণ প্রনয় কি মানে,
কামনার বাসনারই জলে , দু পক্ষী ডুবে , হোক দুপুর কিংবা মধ্য রাতে।।
তুমি হলে প্রেয়সী,
তুমি ঝর্ণা,
তোমার কলধ্বনি শুনে মরু দেশে তন্দ্রা ভাংঙে,
পিপাসা কাতর আমি খুজি তোমায় মরিচিকার মাঝে,
হায়রে! প্রেম শ্বাসত, চিরঅম্লান
প্রেমের শরাব আমি করেছি পান মাটির প্রাত্রে,
সেই পাত্র হোক স্বর্নের কিবা রৌপ্য তাতে প্রেমর কি
মুল্য হ্রাস হবে,
ফাহমিদা ভালোবাসি তোমাকে।।