ওহে অনামিকা- যেওনা হেঁটে তুমি বৃষ্টি ভেজা পথে,
বড়ই বেমানান দেখায় তোমার ওই বিষ্টিভেজা দেহটাকে!
বৃষ্টির মাঝে ভিজে ভিজে তুমি হাঁটো যখন পথে,
একদল পাগলা কুকুর লোপ দেয়-তোমার ওই মধুর দেহটাতে!
হাঁটার সাথে সাথে দোলে তোমার বিষ্টি ভেজা দেহ,
পাগলা কুকুর লোপ দেয়-তাতে আছে কি মহো!
বৃষ্টির মাঝে ভিজে যখন মধুর দেহখানি,
পাগলা কুকুর চেতে উঠে-দিয়ে চিল্লানি!
বৃষ্টির ভিড়ে ভিজে যখন তোমার দেহখানি,
কুকুরের জিভে পানি আসে-দেখে মধুর খনি!
আমি চাই তুমি থাকো নিরাপদে,
বৃষ্টির তরে এই লেখাটি নিয় আপন করে!