কিছু কথার কোনো ভাষা প্রয়োজন হয় না
কিছু কথা শ্লোগান দিতে শেখায়;
অনুপ্রেরণা দেবার সাহস রাখে
সমাজ বদলে দেবার সম্ভাবনা জাগায়।
কিছু কথা দুঃসময়ে বন্ধুর মতো পাশে দাঁড়ায়
কিছু কথা রূপকথার পঙ্খীরাজ নামিয়ে নিয়ে আসে
আমাদের শহরের ধোঁয়াটে বাতাসে।
কিছু কথা ‘মার্টিন লুথার কিং’ এর মতো—
অসম্ভবকে সম্ভব করতে পারে।
কিছু কথা— আমার মতো বোবা!
যা শুধু অব্যক্ত ভাষার এলোমেলো কবিতায়।
কোনো অপবাদ নয়;
জন্মই যার আজন্ম অপরাধ।