আমি চাইতে জানি না,
শুধু কাঁদতে জানি,
আমি বলতে গেলে কেঁপে উঠি,
যদি না পাই তোমায়,
তুমি তো বড় অভিমানী...
আমি ভূলতেও পারি না,
শুধু ব্যাথাগুলো নিরবে সইতে জানি,
রাস্তা খুঁজে পেয়েও আবার,
পথের বাঁকে হারিয়ে ফেলি...
তবুও কেনো আশায় থাকি,
আমার বুক কেঁপে উঠে যখন,
ভাবি তোমাকে হয়ত,
পাওয়া হবে না এই জীবনে কখন...
জীবনের সাধ কি ভোলা যায় মুহুর্তে,
তবু নতুন করে আশায় বুক বাধি,
আমার চাওয়ার কি সীমা ছাড়িয়ে গেছে,
না তার পাওয়ার সংকেত আমি শুনি...