তোমার আকাশে রাতে হবো কোজাগরী
মনে ধরে সেই অভিপ্রায়
গিয়েছি, সেজেছি আর জ্বলেছি রূপালী-
উদিবো আকাশে, তুমি দেখিবে তাকায়।
কিন্তু হায়----

হয়তো কিছুটা দেরি হয়ে গেলো বলে
অন্য কোন চাঁদ উঠেছে আকাশে তব জ্বলে।
মনে হয় আমাহতে সে’ই আলোস্বিক,
সেই প্যারিজি চাঁদের আলোয়
ততক্ষণে তুমি লোনাটিক।
এক আকাশে দুই চাঁদ- পৃথিবীর নিয়মে তা নেই,
তাই আমাকে যে হবে ফিরিতেই--
নিরবে এসেছি ফিরে আপন জগতে-
আমার চন্দ্রাকাশে আর রূপের পৃথিবী তুমি নেই ।