পূর্ণ প্রতিযোগিতার বাজারে সর্বোচ্চ মুনাফার জন্য যুদ্ধরত
আমি আনুভূমিক প্রান্তিক আয়ের সরল রেখা
আর তুমি খরচের প্রান্তিকতায় ঠিক আগের মতোই পরাবৃত্তীয়
বক্রতায় সজ্জিত সৌন্দর্য
শর্ত ছিলো তোমার আমার মিলনেই হবে সর্বোচ্চ মুনাফা
আসবে ভালবাসার ভারসাম্য
কিন্তু সেই শর্তের একাকিত্বে ছিলো অপূর্ণতা
তাই প্রয়োজনীয়তার সাথে ভাবতে হয়েছে পর্যাপ্ততা নিয়ে
হয়তো ভালবাসার মতো অর্থনীতিও শুধু প্রয়োজনে তৃপ্ত নয়
সাথে চাই অনেক বেশী পর্যাপ্ততা
আর তাই তুমি আজ অতিক্রম করো আমায়
নীচ থেকে ওপরে
অনিচ্ছায় এবং পর্যাপ্ততার প্রয়োজনে
আমায় ছেদ করে উঠে যেতে চাও অনেক বেশি ওপরে
আবার হয় ভারসাম্যহীন আমার তোমার ভালবাসা
সর্বোচ্চ মুনাফার বিন্দু ছাড়িয়ে অন্ধের মতো উঠে যাও
ভুলে যাও হয়তো
তোমার আমার ভালবাসার বাজারে ছিলো পূর্ণাঙ্গ প্রতিযোগিতা।