আকাশগঙ্গা, ঐ এন্ড্রোমিডার টানে তোমার
মায়া কাটাবো একদিন
আর মাত্র পৌনে চারশ কোটি বছর
অতঃপর তোমার আকাশে ঝাপিয়ে পড়বে এন্ড্রোমিডার নীলাভ
আকাশ
ঐ নীল অপসরণের আলোতে দেখি তোমাদের মিলনের ছায়া
অথবা ছায়া দেখি প্রবল ধ্বংসযজ্ঞের
যতটুকু দেখি তাতে না দেখাটাই ক্রমশ হয় প্রকট
শুধু দেখি প্রতি সেকেন্ডে একশ দশ কিলোমিটার দূরত্ব
কমাচ্ছো তোমরা
সর্পিলাকার ঐ এন্ড্রোমিডার নিঃশ্বাসের শব্দ শুনতে প্রস্তুত
তোমার শূন্যতা
আর তোমার ঐ একলক্ষ আলোকবর্ষের দীর্ঘ শরীর
হেরার বুকে জন্ম নেওয়া আকাশগঙ্গা
তুমি শুধু ধারণ করো আমায়
আর মাত্র পৌনে চারশ কোটি বছর
অতঃপর সমর্পিত হয়ো
ততোদিনে বৃদ্ধ নক্ষত্র আমি হয়তো পরিণত হবো কৃষ্ণগহ্বরে
হারিয়ে যাবো আলোর স্পর্শের বাইরে
এক দুর্বোধ্য অন্ধকার অস্তিত্বের মাঝে
যদি না ফুরোই ততোদিনও
তবে সবটুকু আলো ছুঁড়ে দিয়ে আমি ছায়ায় মিলাবো সেদিন।