সংখ্যারেখার পথ ধরে একাকী হেঁটেছিলাম এক থেকে দুইয়ে
দুই থেকে তিন চার পাড়ি দিয়ে
পাঁচ হয়ে ছয়ে
পেছনে রেখে ঋণাত্মকতার অসীম আরেক পৃথিবী
আর ঠিক মাঝখানে সর্বগ্রাসী শুন্যতা
প্রতি সংখ্যার মাঝে অসীমত্বের চোরাবালি
তাতে ডুবে গেলে আরেক জগৎ
দমবন্ধ নিকষ অন্ধকার
সসীমে সমর্পিত অসহায় অসীমতা।
অংকরা একাকী- সংখ্যারা দলবদ্ধ
কেউ কারো গুণিতক
কেউবা অনেক পথ পাড়ি দিয়েও নিখাঁদ মৌলিক
কেউবা কল্পবাস্তবতা মিলিয়ে জটিল
কেউবা পৌনঃপুনিক
গণিত এক ছন্দময় একাকিত্বের শহর
চলক আর ধ্রুবকের মিথস্ক্রিয়ায় তৈরি সমীকরণের দালানকোঠা
এর পথে ঘাটে চলকের চঞ্চলতা
আর ভাবগম্ভীর ধ্রুবকের চলাচল।