কবিতারা ও কি অভিমানী নির্লিপ্ততা দেখাতে পারে
প্রেমের কবিতাগুলো কি মনমরা সময় কাটায় বিষন্নতার কবিতাগুলো পড়ে
দ্রোহের কবিতাগুলো কি প্রেমে পড়ে প্রেমের কবিতাগুলোর সাথে
নাকি তাদেরই শিখিয়ে দেয় দ্রোহের শক্তিশালী ভাষা
কবিতার ডায়েরির সন্নিহিত পাতায় পাতায় কবিতাগুলো কি সম্পর্কে জড়ায়
নাকি নিজস্বতার অহংকারে অথবা ইনফেরিওরিটি কমপ্লেক্সে ভুগে রয়ে যায় চুপ
কোন কবিতার মনে কি চায় অন্য কোন দূরের পাতার পছন্দের কবিতাটির পাশে বাসা বাঁধতে
কোন কবিতা কি চায় পাশের কবিতাটির দুঃখ ভাগ করে নিতে
কোন কবিতার কি ইচ্ছে হয়না অপ্রকাশিতই থেকে যেতে চিরকাল
অথবা নিজের পূর্ণতা নিয়ে শুধু একজন পাঠিকার কাছেই সমর্পিত হতে
প্রতিটা কবিতারই তো থাকতে পারে ব্যক্তিস্বাধিনতা
থাকতে পারে ভালবাসা...প্রেমবোধ...হিংসা...অভিমান...অথবা স্বেচ্ছামৃত্যুর অধিকার।