এই ব্যস্ত শহরের পথ ধরে আমি হয়তো হেঁটে যাবো
ততোধিক ব্যস্ততা নিয়ে
শুধু থাকবে না তোমার আমার
মুঠোবার্তাময় ভালবাসার শব্দ বিনিময়।

তোমার শরীরে ঝাঁপিয়ে পড়া রোদ হতে চেয়ে
কিভাবে যেন ছায়া হয়ে বাঁধা পড়েছিলাম
বোধহয় ভালবাসার টানেই
তোমার না বলা কথায় বুঝে নিয়েছিলাম ভালবাসো।

আজ তোমার স্মৃতিগুলো ইনসমনিয়ায় বেঁধেছে আমায়
তোমার দেওয়া অসময়ের আঘাতে আমি বড় ক্লান্ত
পৃথিবীর এতো কোলাহলের মাঝে তাই এতো প্রিয় আমার
মহাবিশ্বের নিরবতা আর কৃষ্ণগহ্বরীয় অন্ধকার।

আমি ঘুমোতে চাই শান্তির মাঝে তোমার স্মৃতি ছাড়া
ভুলতে চাই একদিন তুমি আমি সময়ের আঁচলে জড়িয়েছিলাম
আজ আমি নিজের মাঝেই হারাতে চাই
আমার হৃদয় রক্তাক্ত তবে কেন যেন তাতে নির্দিষ্ট কোন শোক নেই আজ।