তোমাকে বলতে চাই ভালোবাসি!!
বন্ধু, আমি করেছি আরেকটা ভুল।
তুমি আমার সুখ সাগরের তরি!
আমি বুঝিনি আগে, তাই এখন বুঝতে হবে!
-প্রায়শ্চিত্তে বন্দী আত্মসুখ।
এখন তোমার কাছে যাবার ভয়।
তোমার মাঝে বিলীন হবে আমিত্বের অহমিকা।
এখন তোমার কণ্ঠ বেদনাদায়ক।
নীলকণ্ঠী সুস্মিতার সুরে হারায় আত্মগৌরব।
তবুও তোমাকে বলতে চাই- ভালোবাসি!
ভীষণ বর্ষায় রিকশার হুড তুলে খুনসুটি।
তোমাকে বলতে চাই ভালোবাসি!
স্নিগ্ধ বাতাসে তোমার চুলের আলতো চুম্বন!
তোমাকে বলতে চাই ভালোবাসি।
ভালোবাসি! ভালোবাসি! ভালোবাসি!
তোমাকে বলতে চাই- তুমি যেমন;
আজও, সেভাবেই তোমাকে ভালোবাসি!