তোমাকে আমি বস্তু ভাবিনা প্রিয়;
তবুও তোমাকে হারাবার ভয়ে সর্বদা শঙ্কিত!
তোমাকে আমি দাস ভাবিনা প্রিয়;
তবুও তোমাকে পাবার আশাতে চিন্তিত-প্রমত্ত!
তোমাকে আমার অধীনে ভাবিনা প্রিয়;
তবুও তোমার আকর্ষণে মনকে বেঁধে নিয়ো।
তোমাকে ঘরের দানি ভাবিনা প্রিয়;
তবুও তোমার সৌন্দর্যে জীবন রাঙিয়ে দিয়ো।
অধিকারের বাড়ন্তকে ভাবছো কী শোষণতন্ত্র?
না সখি! আমি তোমার প্রেমে অন্ধ।।