পুরুষ আমি ক্যামনে যদি- ধর্ষণটাই পারলাম না!
মা-শিশুরে দেইখ্যা কোন- কুচিন্তাই জাগলো না!
ক্যামনে হবে- সুযোগ পায়াও না খাইলে নরম গোস্‌ত!
দাপায়ে বেড়ান যন্তর, কেন পাইবনা তার প্রাপ্য দোস্ত?

পুরুষ আমি নারী মাত্রই- আমার ভোগের সামগ্রী।
সমমর্যাদা! সমঅধিকার!- বলেন সেটা হয় নাকি?
হাওয়ারে ক্যান বানাইছে কন?- আদম যাতে রয় খুশি।
আমগো হাড়ে বানানো; তারেই আবার গোনার কি?!

পুরুষ আমি নারী ভোগের- আমগো আছে সর্বছাড়।
পুরুষ আমি নারী মাত্রই- আমগো ভোগের অধিকার!
পুরুষ আমি যাই করিনা- পশু কইলেই অপমান।
রাস্তা দিয়া হাঁটবিই যদি- থাকেনা ক্যান সেনার পাল!

নারীবাদের ফ্যানা তুলে, মুখ যতই না কর্‌স লাল;
চিন্তা আমার নিম্নগামী- বদলাবেনা কিসসু তার।
নারী হল মায়ের জাতি!- বইয়ে পড়তেই আনন্দ।
পোড়া দেশকেও মা ডাকতে তাই- কলিজায় ধরে
                      'কাঁপন'!!