আমার না থাকা -
কিছু লোকের অশ্রু ঝরাবে।
আমার বাঁধনের বৃত্ত যতবড়;
ঠিক ততোগুলো মানুষই- আমার জন্য কাঁদবে।
একজনও বেশি না!
আমার বৃত্তটা এতো ছোট কেন?
আমিত্বের নিচে চাপা পরে, ভুলে গেছি -
ছোট হতে থাকা বৃত্তে আমি নিজেও নেই!
আত্মকেন্দ্রিক দুনিয়াতে, আমিত্বের নিচেও ‘আমি’র বসবাস নয়।
স্বার্থপরতার চূড়ান্ত শিখরে- ফলশূন্য গাছ।
আমাদের বৃত্তটা এতো ছোট কেন?
অন্যের বৃত্তে আবদ্ধ না হলে-
নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া ভার।
তবুও আমরা নিজেকে নিয়েই ব্যস্ত!!
পৃথিবীটা এতো স্বার্থবাদী কেন?
এই পৃথিবীর জড় বাঁধা স্বার্থবাদীতায়!
নিজের স্বার্থ ছাড়া কিছুই করি না আমরা।
-কিছুই না।।
তাই বিলীন হওয়ার শঙ্কাও
-শুধু আমায় নিয়েই!
বেঁচে থাকতে চাই আর একটু।
আর একটু মায়ার সুঁতোয় নিজেরে জড়ায়ে!