সকল সৃষ্টির শ্রেষ্ঠ আমি,
আমি মহীয়ান,
প্রভু আমাকে করিছে দান-
প্রজ্ঞা,প্রতিভা,প্রাচুর্য।
মন,মনুষ্যত্ব,সর্ব সৃষ্টির উপর রাজত্ব,
কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন-
সভ্যতা,সহানুভুতি,মহানুভবতা,
ভালো-মন্দ বুঝার ক্ষমতা।
জ্ঞান-বিজ্ঞান,আমার মাঝে প্রতিফলন,
আকাশ-পাতাল,সিন্দুতল আমার বিচরণ।

             কভু কি ভেবেছি?
                  কে সে স্রষ্টা-
             কেন করিল আমায় সৃজন?
কেন দিলো শ্রেষ্ঠত্বের খেতাব?
কি বা ছিল তার প্রয়োজন?

আজকে আমার মাঝে কেন ঘটে
পশুর চেয়ে নিকৃষ্ট আচরণ।
আমি কেন এত হিংস্র,এত অসভ্য,
কেন আজ শুয়ুর,কুকুর,হায়নার চেয়ে আমি ভয়ঙ্কর।
বিষধর সর্প চেয়ে বিষাক্ত,আমি সর্বদা পাপে মত্ত।

      আমি কি কারো মুখাপেক্ষী নই?
  আমি কি অস্বীকারকারী?
না কি ভুলে গেছি শেষ বিচারের দিনের কথা।
আমি কি হিসাবের সম্মুখীন হবনা?

        --আর কত কাল থাকবো বেহুশ-
         মরনের আগে কি ফিরবেনা হুশ,
              আমি কি কভু হবনা মানুষ?