হে ময়ূরী, তোমার সাথে আমার কি ছিল তা জানি না
তবে লোকে বলে এটা প্রেম, ভালোবাসা, ভালোলাগা।
আমিও তাই ভাবতাম আর মুচকি হাসতাম!
সে সময় অতিশয় প্রেমানন্দে মগ্ন ছিলাম আমি
পুরো মগজ জুড়ে জায়গা দখল করে ছিলে তুমি।
তোমার চোখ আমাকে জুগিয়েছিল সাহস
নিয়ে গিয়েছিল মগজ সুখের শ্রেষ্ঠত্ব মগডালে,
উড়িয়েছিল দূর আকাশের ঐ মেঘের মাঝে
বিমান নয়, এক সাধারণ সাদা শঙ্খচিল হয়ে।
আমাকে দেখিয়েছিল মাইলের পর মাইল পথ
ঘর্ষণ মুক্ত করেছিল জীবনের এবড়ো থেবড়ো রাস্তা।
তোমাকে মনে পড়ে অমাবস্যায়, মনে পড়ে পূর্ণিমায়,
আহা! কি শান্তি, কি স্নেহ, কি উচ্ছ্বাস, কি আলিঙ্গন
ভালোবাসা বুঝি এমনই হয়? পরম সুখ আর অদ্ভুত আনন্দ।
কিন্তু সেই অসময়ের হাসি যে অস্থায়ী হবে তা কখনো ভাবিনি
এখন মনে হয় বিষয়টি ছিল বিরহের সূচনা, মরণের প্রথম ধাপ,
এর উপসংহার মূলত মৃত্যুতে, হৃদয় কলোনী আজ নির্বাক।
দেহ যে আমার পাগলাগারদ আর হৃদয় পাগল
এই দেহ না থাকলে হৃদয় ছুটে বের হয়ে আসতো ধুলোর পৃথিবীতে।
তোমাকে অন্যের সাথে দেখলে হৃদয় বড় পাগলামো শুরু করে
তোমার অট্টালিকার পাশের শ্মশানে আমাকে পোড়ানো হয়েছে,
চন্দনকাঠের গন্ধ, চিতার গন্ধ, ঘিয়ের ঘ্রাণ, আগুনের গন্ধ
এসব তোমার ঘ্রাণেন্দ্রিয়তে কি পৌঁছায় না?
বসন্তের আকাশে আমার দিকে তাক করা রোদ্দুর
আর মাঝে মাঝে মৃদু হওয়া আমাকে তোমায় মনে করায়
আর নিকৃষ্ট বিষন্নতার গহ্বরে ঘুমিয়ে থাকি রোজ
প্রেমানন্দ আর মরণানন্দের মাঝে পার্থক্য কোথায়?
ভালোবাসা বুঝি এমনই হয়? দুঃখের পঞ্চত্বপ্রাপ্তি, প্রেমিকের বিনাশ।