ভালো লাগে না আর এই খেলা
হাজারো ভাবনার ভীড়ের মেলা
এক মানবের দুই জ্বালা,
দেহের হৃদয় মস্তিষ্ক করছে আমায় হেলা
পাথর হৃদয় কয় সে মোর হবে
তীব্র মস্তিষ্ক কয় সে মোর হবে না,
প্রাধান্য দেবো কারে এ দাহ তো কাটে না
মনে গঙ্গা জল ফুড়িয়ে গেলা,
বোধ হয় এই মোর বিদায় বেলা
অবসরপ্রাপ্ত হলো এ নগরীর উন্মাদ।