জগৎ অন্বেষণে আসিয়া আমি তোমারে
আঁখিপাত করিলাম ,
নির্বাক স্তব্ধতায় অকাল বসন্তে আমি তোমার সহিত
দৃষ্টি বিনিময় করিলাম ,
অর্থদ্বার করিতে ব্যর্থ হইলাম তবুও প্রফুল্ল মনে
জীবনকে পুষ্প অর্পণ করিলাম ,
দুজনার দুর্গম প্রণয়ে জীবন সাগরে ভাসিতে
আরম্ভ করিলাম ,
আহ প্রেম কতখানি সাত্ত্বিকতা প্রাপ্ত প্রেম তাহা
উপলব্ধি করিতে পারিলাম ,
কিন্তু সেসব কোথায়? নিরুদ্দেশ ?
হ্যাঁ নিরুদ্দেশ ,
কত সময়, আহ কত সময় পার করিয়া নিষিদ্ধ উপকণ্ঠে
উপস্থিত হইলাম।