ওহে প্রেয়সী! তুমি আবার আসবে তো?
মায়াময় আঁখিতে আমায় চোখে চোখে রাখবে তো?
আমায় তোমার করে ভালোবাসবে তো?
তোমার হৃদয় পাশে আমায় ঠাঁই দেবে তো?
ওহে প্রেয়সী! তোমার অনাদর আমায় করছে মূঢ়
রেহাই দেবে কি আমায় এ বিষাদময় জীবনের সুর
আমি আছি উত্তরে আছো তুমি দক্ষিণে,
ও প্রান্তে তুমি আছো বিধায় ভয় পাই আত্মহননে!
সমুদয় দেহ যে আমার রুপান্তরিত হচ্ছে জড় বস্তুতে
আহা প্রেয়সী!এ জহর বাক্য কি যায়না তোমার কাননে?
নাকি গন্ডোগোল পাকিয়েছ বিষ আর মধুর পার্থক্যে?
আমার বন্ধু হিমেল হাওয়া আর শিশির ভেজা ঘাস
আমি আছি ঠায় দাঁড়িয়ে তোমার অপেক্ষায়!
মানব বলবে একি এ তো পরিণত হয়েছে কাকতাড়ুয়ায়।