শোনো নিহারীকা, এতো অভিমান করতে নেই,
কিছু ভুলে যাওয়া জরুরি কিছু ভুলে যেতে হয়,
কিছু ভুলে গেলে রাস্তা ফুরায়।
আমাকে দেখো, বিষাদের তীব্র স্বাদ গ্রহণ করেও ক্যামন কাকতাড়ুয়ার মতো নির্বাক বসে আছি।
আমি কাক, তুমি তাড়ুয়া হা হা কী সুন্দর, তাই না?
আচ্ছা? তোমার কী সেই দিনগুলো মগজে কড়া নাড়ে?
ওই যে সেইদিন গুলো! আমরা নদীর পাড়ে বসে
একসাথে আকাশ দেখতাম, পানির কলকল শব্দ,
আর পাখিদের সুমধুর ডাকে আমরা হারিয়ে যেতাম অন্য গ্রহে। আহ্ মনে পরে তোমার? ভুলে যাওয়া কী আদৌ সম্ভব?
জানো, কল্পনায় আমার একটা দেশ আছে,
যেখানে আমি গান গাই, কবিতা লিখি, ছবি আঁকি,
যাবে আমার সাথে আমার দেশে? আজ না হয় না গেলে?
অন্য কোনোদিন যেও, তেমন?
নিহারীকা নিহারীকা
শুনছো? নীহারিকা
কোথায় গেলে? শুনতে পাচ্ছো আমার কথা?
নিহারীকা নিহারীকা