ভালো লাগে না কোনোকিছু এই আমার
মরিবার বাসনা চিত্তে জাগে!
বুঝি না আমি কারণ বেঁচে থাকার
বেদনা হাজার এই হৃদয়রক্তরাগে।

নষ্ট শশার মতন জীবন মোর
ছোটোতে লোকে বলত অনেক ভালো।
জানি না কোন্‌ পাপের তরে
মুছে গেল মোর আশার আলো।

ধানের নাড়া আবর্জনা সবার কাছে
আমিও যে আজ তাদের‌ই মতো।
যত দুখ এই হৃদয়ে আছে
আছে যত মোর ক্ষত
আর‌ও একবার উঠুক ফুটে
এই আমার‌‌ এই কর্ণপুটে
পরের আনন্দ-গান না বাজুক।
হায়, আফসোস! আমি বড়ো লাজুক।

মিথ্যে ভূবন মোহতে ভরা
ভালো লাগার কী আছে?
তোমাদের কাছে 'চলে যাওয়া' যা
তাহা প্রস্থান মোর কাছে!

আর কী বলার আছে
ফলে ভরা দুখের গাছে!
আমার এ হাত পরশে যে ফুল
শুকিয়ে যায় তখন‌ই।
আমার ডাকে দেন না সাড়া
প্রভুরে স্মরি যখন‌ই!

'হে অনাগত শিশু,
হে আগামী দিনের কবি'
তুমি সব জানতে পারবে ধীরে ধীরে
মানুষ কেমনে সফল হয় মানুষের বুক চিরে!
অট্টালিকায় বাস করে যারা
মাটির ঘরের মূল্য তারা কি বোঝে?
কারণে অকারণে দিবস-রজনী সবার সাথেই যোঝে!

আমি মরে যেতে চাই
হে বন্ধু, মরার দুয়াই করো!
হায়াতে তয়্যেবা আর যেন মোর নেই
মরে গিয়ে আমি মিশে যেতে চাই মাটির সাথেতেই!

বন্ধু যত ছিল মোর এই ভবে
মনন হতে আমারে করেছে জবেহ্‌!
চলভাষ যাদের হৃদয়ে জ্বলিত রোজ
আজ তাহারাও নেয় নাকো মোর খোঁজ।
আমি যদি কভু ফোনটা একটু করি
কৌশলে তারা এড়িয়ে যায় হয়ত কাহারে স্মরি!
ভাল্লাগেনা বেঁচে থাকা মোর
পাব নাকো আর মধুমাখা ভোর।
ধ্বংস আমার অনিবার্য জানি
জীবনের মূল্য নাহি মানি!
মরে যেতে চাই চিরকাল আমি
সব কথা জানে অন্তর্যামী।

আমি পরিবারের বোঝা
নয় গো বন্ধু আমার জীবন সোজা।
যাহারে বাসিনু ভালো
কেড়ে নিল সে মোর জীবনের আলো।
আয়তলোচনা-গজদন্তিনী চিনিল না এই মোরে
বাঁধিতে সে পারিল না মোরে তারি হৃদয়ের ডোরে।
আমি অভাগা, চির-অভাগা যাক জেনে এই বিশ্ব!
রিক্ত আমি, চির-রিক্ত, হয়ে রব চির-নিঃস্ব!

মরিবার বাসনা জাগে চিতে
পারি না বেদনা নিতে।
মরে যেতে চাই আমি
ন‌ই যে আমি নামি!
মরে যেতে চায় তোমাদের কবি আজমাইল,
হৃদয়ে তাহার ভীষণ ব্যথা, টুটিয়া গিয়াছে দিল!
      — সেখ আজমাইল
      ২৬/১২/২০২৪
  গলাতুন - ৭১৩১৪৫