তোকে পাব না জেনেও আমি ভালোবাসি,
ওরে ও গজদন্তিনী-আয়তলোচনা!
তোর মুখের হাসি দেখলে আমার
হৃদয়ে প্রকম্পন জেগে ওঠে।
তুই কি সত্যিই কিছু বুঝিস না?
তোর আঁখিপাতে রাখতে আঁখি
বড় সাধ মনে মোর জাগে।
আর কতদিন দিবি ফাঁকি
ধরা না দিয়ে এই হৃদয়রক্তরাগে।
ওরে ও স্বপ্নচারিণী
ওরে ও হৃদয়বিহারিনী
আয় আয় মোর বুকে
ঢাকব কুসুমকোমল সুখে।
তোকে পাব না জেনেও বড় ভালোবাসি আমি
তুই না জান, জানে ঊষার বিভু, আমার অন্তর্যামী।
তুই সুখ আমার, স্বপ্ন আমার, আমার সবকিছু
দেখলে তোরে হয়ে যায় মোর এমনি মাথা নীচু!
তোকে পাব না জেনেও কত ভালোবাসি
তোরে স্মরিয়া ঘুম মুই রাতের নাশি।
নিকোটিনে আমি শান্তি খুঁজি
তোকে ভুলে নয়ন বুঁজি
ধরা দিস মোর স্বপ্নে এসে
মুগ্ধ রে মুই তোর পুত কেশে।
ভালো লাগে না কোনোকিছু মোর
নয়নের পাতে ঘুমের ঘোর।
তুই হলি না বন্ধু আমার
জানি, স্যাকরা কভু পারে না হতে চামার!
একেলা আমি কাটিয়ে দেব জীবনের দিনগুলি
জানি, পারব না আমি রইতে এক দিনও তোরে ভুলি।
একদিন হঠাৎ করে হয়ে যাবে রে দেখা
স্মৃতির পটে উঠবে ফুটে পুরাতন স্মৃতির রেখা।
বলবি তখন কোমল কণ্ঠে, 'কেমন আছিস ভাই?'
বলব না আমি তখনও, তোকে ছেড়ে ভালো নাই!
জানবি নাকো কোনোদিন তুই
তুই আসলে কে?
বলব নাকো নামটা তোকেও
বলিনু বুকে হাত রেখে!
(সংক্ষেপিত)
৪/১/২০২৫